বাইপাস-সংলগ্ন কলোনিতে করোনা আক্রান্তের খোঁজ, গৃহবন্দি প্রায় ১৫ হাজার মানুষ!


Odd বাংলা ডেস্ক: বাইপাসের ধারে একশো বিঘা জমির ওপর ঘিঞ্জি কলোনিতে বসবাস করেন প্রায় পনেরো হাজার মানুষ। আর সেখানকারই এক মহিলার করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। পরে আরও দুই বাসিন্দার শরীরে করোনা নমুনা পাওয়া গিয়েছে। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত প্রশাসন। এই ঘটনার পর শনিবার রাত থেকেই পৌরসভার ১০১ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনির বাসিন্দাদের পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। 

সূত্রের খবর, ওই কলোনির কয়েক হাজার মহিলা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পরিচারিকার কাজ করেন। শুধু তাই নয় কলোনির আরও অনেক বাসিন্দাই কলকাতা-সহ দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কাজে নিযুক্ত। এই এলাকায় প্রায় সাড়ে সাতশো বাড়ি রয়েছে। ছোট ছোট ঘুপচি ঘরে গাদাগাদি করে আবার ভাড়াটিয়ারাও থাকে। করোনা প্রতিরোধে যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, তা কোনওভাবেই মেনে চলা হচ্ছে না এখানে। 
Blogger দ্বারা পরিচালিত.