আতঙ্ক বাড়িয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত ১৭০ জন চিকিৎসক, কোয়ারেন্টাইনে ৪০০
Odd বাংলা ডেস্ক: করোনা থাবা পড়েছে বাংলাদেশেও। সেদেশেও ধীরে ধীরে ভয়ানক আকার ধারণ করছে করোনার সংক্রমণ। বাংলাদেশে এযাবত করোনা আক্রান্ত প্রাত তিন হাজার ছুঁই ছুঁই। তবে উদ্বেগ বাড়িয়ে করোনার কবলে পড়ছেন একের পর এক ডাক্তার।
শেষ পাওয়া খবর অনুসারে, বাংলাদেশের ১৭০ জন চিকিৎসকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন প্রায় ৪০০ জন। আরও জানা গিয়েছে আশিজন নার্স-সহ প্রায় তিনশো জনেরও বেশি স্বাস্থ্যকর্মী করোনার শিকার! ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, খুলনা, এবং সিলের মতো জায়গায় করোনার আক্রান্ত হয়েছেন চিকিৎসকরা।
এই মুহূর্তে সেদেশে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২,২৯০ জন এবং প্রায় দেড় লক্ষ মানুষ কোয়ারেন্টাইনে রয়েছেন।
Post a Comment