আসামে করোনাভাইরাসে প্রথম মৃত্যু!



Odd বাংলা ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের আসামে ৬৫ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এটিই আসামে করোনাভাইরাসসৃষ্ট রোগ ‘‘কোভিড-১৯’’-এ প্রথম মৃত্যু বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত স্থানীয় সময় রাত ২ টায় তিনি মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আসামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানান। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, হাইলাকান্দি জেলার বাসিন্দা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ করোনাভাইরাসে মারা গেছেন। মার্চের শুরুতে দিল্লির নিজামুদ্দিনে তাবলীগে অংশ নেওয়া ২৭ জন রোগীর মধ্যে তিনিও ছিলেন। এছাড়া, তিনি সম্প্রতি সৌদি আরব ভ্রমণ করেছিলো বলে জানিয়েছেন মন্ত্রী। টুইটারে দেওয়া পোস্টে তিনি আরো বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) তার শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। গুরুতর অবস্থায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাইলাকান্দি জেলা পুরো লকডাউন করে দেওয়া হয়েছে। এছাড়া, প্রয়োজনীয় ব্যবস্থা এবং অন্যান্য নিয়ম জারি রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভারতে ৬ হাজার ৭২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এছাড়া ২২৭ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
Blogger দ্বারা পরিচালিত.