লকডাউনে গরীব মানুষের মুখে খাবার তুলে দিতে জমি-জমা বিক্রি করে দিল দুই মুসলিম ভাই


Odd বাংলা ডেস্ক: লকডাউনে রোজগার বন্ধ হয়েছে অসংখ্য গরীব মানুষের। আর এই পরিস্থিতিতে গরীব-দুঃখীদের মুখে খাবার তুলে দিতে নিজেদের জমি বিক্রি করে দিলেন কর্ণাটকের তাজাম্মুল পাশা এবং মুজাম্মিল পাশা নামে দুই ভাই। লকডাউনের জন্য কোলারের দিন আনা দিন খাওয়া মানুষগুলি এবং তার পরিবারের মানুষগুলি চরম ভোগান্তির মুখে পড়েছেন। তাঁদের এই করুন পরিস্থিতি দেখে নিজেদের জমি বিক্রির সিদ্ধান্ত নেন দুই ভাই। 
দুই ভাই তাঁদের জমি বেচে ২৫ লক্ষ টাকা পেয়েছেন, আর তা দিয়েই এক বিপুল সংখ্যক দরিদ্র মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় খাবারসামগ্রী কিনেছেন। নিজের বাড়ির পাশেই একটি তাবু খাটিয়ে তাঁরা তৈরি করেছেন একটি কমিউনিটি কিচেন, সেখানেই গরীব মানুষদের জন্য রান্না করা হচ্ছে খাবার। 

দুই ভাইয়ের কথায়, তাঁদের বাবা-মা খুব অল্প বয়সেই মারা গিয়েছেন। তখন তাজাম্মুল-এর বয়স পাঁচ বছর এবং ভাই মুজাম্মিল-এর বয়স তিন বছর। এরপর তাঁরা কোলারে তাঁদের মামারবাড়িতে চলে আসেন। সেখানে আসার পর থেকে সেখানকার হিন্দু, শিখ, মুসলিম নির্বিশেষে কোনও ধর্মীয় বিভেদ না করে সকলেই তাঁদের খুব সাহায্য করেছিল। চূড়ান্ত দারিদ্রের মধ্যে যখন দুই ভাই লড়াই করে চলেছেন তখন জাত-ধর্ম বিচার না রকেই তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন কোলার গ্রামের মানুষ। 

এখন তাঁদের অবস্থা ভাল। দুই ভাই কলার ক্ষেত এবং রিয়েল এস্টেট-এর ব্যবসা সামলান। আর এখনই সেই সাহায্য ফিরিয়ে দেওয়ার পালা। তাই তাঁরা তাঁদের সাইট বিক্রি করে সেই অর্থ দিয়েই কোলারের গরীব মানুষের পাশে দাঁড়ালেন। কঠিন পরিস্থিতিতে তাঁদের এই অবদানের প্রশংসা করেছেন সকলে। 
Blogger দ্বারা পরিচালিত.