মুম্বইয়ে নৌসেনাবাহিনির ২১ জন নাবিকের শরীরে করোনার থাবা!


Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১ জন নাবিকের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। নাবিকদের নৌ হাসপাতালেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর মধ্যে এই প্রথম করোনা সংক্রমণ দেখা দিল। এখনও পর্যন্ত ওইসব নাবিকদের সংস্পর্শে আসা মানুষদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। 

নৌবাহিনী স্পষ্ট জানিয়েছে, কোনও যুদ্ধজাহাজ বা সাবমেরিনে কর্মরত কোনও কর্মকর্তা বা নাবিক সংক্রামিত হয়নি। আক্রান্ত ২১ জন নৌসেনা আইএনএস আঙ্গরি-তে কর্মরত ছিলেন। এটি একটি কিনারা-ভিত্তিক ডিপো, যা পশ্চিমী নৌ কমান্ড-কে লজিস্টিক এবং প্রশাসনিক সহায়তা প্রদান করত। তাঁরা আইএনএস আঙ্গরির আবাসনেই থাকতেন। 

সূত্রের খবর, অধিকাংশ আক্রান্তের শরীরেই করোনার কোনও লক্ষণই অনুভূত হয়নি। কিন্তু প্রথম পজিটিভ রোগীর হদিশ পাওয়া গিয়েছিল গত ৭ এপ্রিল। আজ সকালে সেনাবাহিনীর তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২১টি কেস সনাক্ত করার পরই আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  
Blogger দ্বারা পরিচালিত.