সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছুঁই ছুঁই, মৃতের সংখ্যা বেড়ে ৭৭৫ জন


Odd বাংলা ডেস্ক: ক্রমেই ভয়াল আকার ধারণ করছে করোনার রূপ। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার ছুঁই ছুঁই। সংখ্যাটা ২৫ এপ্রিল সকাল পর্যন্ত ২৪,৫০৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুসারে করোনায় প্রাণ হারিয়েছেন ৭৭৫ জন। 

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুসারে, এখনও পর্যন্ত প্রায় ৫,০৬৩ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। তবে এর মধ্যে আশার খবর এই যে, করোনায় আক্রান্তের হার কমেছে। এছাড়াো সারা দেশের ৮০টি জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোনও খোঁজ পাওয়া যায়নি গত ১৪দিনে। 

টানা একমাস ধরে চলতে থাকা লকডাউনের পর এবার এক স্বস্তির পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে, শনিবার থেকে শর্তসাপেক্ষে খুলছে দেশের একাধিক দোকান, তবে সংক্রামিত এলাকায় খুলবে না দোকানপাট। শপিং মল আগের মতোই বন্ধ থাকবে। শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতায় দোকান খোলা হবে। আবাসনের মধ্যে থাকা দোকানও খুলবে। তবে ৫০% কর্মচারী নিয়ে খুলবে দোকান। দোকানে মাস্ক পরা ও সামাজিক দূরত্বব বিধি মেনে চলা বাধ্যতামূলক।
Blogger দ্বারা পরিচালিত.