লকডাউনে ভারতে আটকে পড়েছেন ২,৫০০ বাংলাদেশি, পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরানো হবে দেশে
Odd বাংলা ডেস্ক: সারা ভারত জুড়ে লকডাউন পরিস্থিতিতে এ দেশে আটকে পড়েছেন প্রায় আড়াই হাজার বাংলাদেশি। ভারতের পাশাপাশি অন্যান্য দেশেও আটকে পড়ছেন বাংলাদেশি পর্যটকরা। আর এই পরিস্থিতিতে দেশের সমস্ত আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার।
শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কল্যাণে বিদেশ মন্ত্রক সচেতন। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে উঠবে, তখন ভারত ও অন্যান্য দেশে আটকা পড়া সকল বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।' বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশিরভাগ বাংলাদেশি পর্যটক পর্যটন, চিকিৎসা ও শিক্ষার জন্য ভারত সফর করেন।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, করোনাভাইরাস মহামারিক কারণে সারা দেশে যে লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্যই বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থীসহ প্রায় ২,৫০০ বাংলাদেশি ভারতে আটকে পড়েছেন। লকডাউনের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্দ রাখা হয়েছে। সেইসঙ্গে ট্রেন, বাস-সহ যাবতীয় গণপরিবহন ব্যবস্থাও বন্ধ। আর সেই কারণে এদেশে আটকে পড়া বাংলাদেশি পর্যটকদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে এবং তারা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তাও সমাধার করার চেষ্টা চলছে।
Post a Comment