সারা দেশে করোনায় মৃত বেড়ে ৩০৮, আক্রান্তের সংখ্যা ৯,১৫২!


Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করো করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। যার ফলে সোমবার করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৩০৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯,১৫২ জন। 

স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত করোনায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৯৮৫। এরপর ক্রমতালিকায় রয়েছে দিল্লি ( আক্রান্ত ১,১৫৪), তামিলনাড়ু (আক্রান্ত ১,০৭৫), রাজস্থান (আক্রান্ত ৮০৪), মধ্যপ্রদেশ (আক্রান্ত ৫৩২), গুজরাট (আক্রান্ত ৫১৬)।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত ২১দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৪ এপ্রিল। কিন্তু গত ১১ এপ্রিল বিভিন্ন রাজ্যের মুথ্যমন্ত্রীদের সঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানোর বিষয়ে ভিডিও কনফারেন্সে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়ার বাড়ানোর সপক্ষে মত দিয়েছিলেন। সেই মোতাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন এরাজ্যে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে আগের থেকে একাধিক বিষয়ে ছাড়াও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এবার রাজ্যে মাস্ক পরাও বাধ্যতামুলক করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.