রিলায়েন্স পাওয়ার প্ল্যান্টের বিষাক্ত ছাইয়ের বন্যায় ভেসে গেল ৫ গ্রামবাসী!


Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। মধ্যপ্রদেশের সিংরাউলিতে শুক্রবার সন্ধেবেলা বিষাক্ত ছাইয়ের জেরে ছড়িয়েছে আতঙ্ক। রিলায়েন্স পাওয়ার প্লান্ট থেকেই এই বিষাক্ত ছাই বেরিয়ে আসছে বলে জানা গিয়েছে। বিষাক্ত এই ছাইয়ের স্রোতে ভেসে পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে খবর। 

নিখোঁজ ওই গ্রামবাসীদের খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, গত এক বছরের মধ্যে সিংরাউলিতে এই নিয়ে তিনটি ঘটনা ঘটল! গ্রামবাসীদের মোবাইলে তোলা ফটো এবং ভিডিওগুলিতে স্পষ্ট ধরা পড়েছে বিষাক্ত ছাই ছড়িয়ে পড়ার দৃশ্য। মনে করা হচ্ছে বিদ্যুত কেন্দ্রের আশেপাশের কৃষিজমিতেও এই বিষাক্ত ছাইয়ের স্রোত বয়ে গিয়েছে। 

গত বছর ওই এলাকায় বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে স্থানীয়দের একটি বিক্ষোভ আন্দোলন করেছিল। স্থানীয় এক ব্যক্তির কথায়, 'তিন মাস আগে আমরা রিলায়েন্স পাওয়ার প্ল্যান্টের ছাই নির্গমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। সংস্থাটি লিখিতভাবে জানিয়েছিল এমনকী জেলা ম্যাজিস্ট্রেট, কালেক্টরও অনুসন্ধান চালিয়েছিলেন এবং আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সেখানে আর কোনও সমস্যা বা দুর্ঘটনা ঘটবে না। তবুও, সেখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। এর জন্য দোষ জেলা প্রশাসনের।' 
Blogger দ্বারা পরিচালিত.