লকডাউনের মধ্যে চুল-দাড়ি কাটতে সেলুনে গেলেন ৬জন, করোনা আক্রান্ত সবাই!
Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যে চুল-দারি কাটার জন্য সেলুনে গিয়েছিলেন ৬ জন। আর তারপরই তাদের শরীরে করোনার সংক্রমণ দেখা যায়। ৬ জনেরই করোনা পজিটিভ। ঘটনাটি মধ্যপ্রদেশের বারগাঁও গ্রামের। এই ঘটনার পর মধ্যপ্রদেশের ওই গ্রামটিকে সিলকরে দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, শনিবার থেকে সারা দেশে স্বস্তি বাড়িয়ে লকডাউন শিথিল করে অত্যাবশকীয় পণ্য ছাড়াও একাধিক দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মদের দোকান এবং সেলুনকে সেই আওতাভুক্ত করা হয়নি। কিন্তু মধ্যপ্রদেশের ওই গ্রামের একটি সেলুন স্থানীয়দের জন্য খোলা ছিল। আর সেখানেই চুল-দাড়ি কাটতে গিয়েছিলেন ১৩ জন, যাদের মধ্যে ৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায় গ্রামে। এরপর সেলুনে যাঁরা গিয়েছিলেন তাঁদের প্রত্যেকের সোয়াব টেস্টের পর দেখা যায় ৬ জন করোনা আক্রান্ত। আক্রান্ত ৬ জনের মধ্যে একজন ইন্দোরের একটি হোটেলে কাজ করেন। লকডাউনের কারণে ৫ এপ্রিল তিনি ফিরে আসেন নিজের গ্রামে। প্রথমে ওই হোটেলকর্মীর দেহেই প্রথম ধরা পড়ে করোনা সংক্রমণ৷ পড়ে জানা যায়, তিনি ওই সেলুনে গিয়েছিলেন ৷এরপর একে একে আরও ৫ জন কোভইজ-১৯ পজিটিভ ধরা পড়েন, যারা ওই সেলুনে গিয়েছিলেন।
Post a Comment