নিজামউদ্দিনে যাওয়া ৬৪৭ জনের শরীরে করোনা পজেটিভ রয়েছে, জানাল কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: দিল্লির নিজামউদ্দিনের তবলিহি জমায়েতে জার হাজির হয়েছিলেন, প্রথম থেকেই তাঁদের নিয়ে আশঙ্কা বাড়ছিল, আর এবার সেই আশঙ্কা সত্যি প্রমাণ করল কেন্দ্রীয় সরকারের একটি পরিসংখ্যান। শুক্রবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওই সমাবেশে হাজির হওয়া প্রায় ৬৪৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, এর ফলে প্রায় ১৪টি রাজ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে। 

প্রসঙ্গত, তবলিঘি জামাত মার্চ মাসের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আলামি মার্কেজ বাংলেওয়ালি মসজিদে ধর্মীয় জমায়েতের ডাক দিয়েছিল। আর তাতেই যোগ দিতে এসেছিলেন দেশ-বিদেশের কয়েক হাজার মানুষ। প্রসঙ্গত, তখন ইতিমধ্যেই সারা বিশ্বে কবজা করে নিয়েছে করোনা ভাইরাস। তার মধ্যেঅ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কিরঘিজস্তান থেকে বিদেশিরা এসেছিলেন সেখানে। 

এরপর জনতা কার্ফুর আগের দিন অর্থাৎ ২১ মার্চ ওই মসজিদে ছিলেন ১৭৪৬ জন। যাঁদের মধ্যে ২১৬ জন বিদেশি ছিলেন। আর গোটা দেশে সেই সময়ে বিদেশ থেকে আসা মুসলিম ধর্মপ্রচারক ছিলেন ৮২৪ জন। কেন্দ্রের তরফে আরও জানা গিয়েছে, ওই সমাবেশে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী এসেছিলেন তামিলনাড়ু থেকে, সংখ্যাটা প্রায় ৫০০ জন। 
Blogger দ্বারা পরিচালিত.