পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৬১, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস মুখ্যমন্ত্রীর
Odd বাংলা ডেস্ক: রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৬১ জন। সোমবার দুপুর পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের হিসাব অনুসারে, করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে তিনজনের। এখনো ১৭ জন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত ১৩ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বেলেঘাটা আইডিতে ভর্তি থাকা ১২ জনের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভাল। যাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, তাঁরা ভেন্টিলেটর ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন। এতদিনে যারা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ ওই ৬১ জনের মধ্যে ৫৫ জন ৭টি পরিবারের সদস্য। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দোপাধ্যায় এমন তথ্যই জানিয়েছেন।
এদিন আবারও তিনি জনসাধারণের কাছে কোনও গুজবে কান না দিতে এবং কোনওরকম ভয় না পাওয়ার আর্জি জানান। পাশাপাশি যাঁরা দীর্ঘকালীন অসুস্থতায় ভুগছেন তাঁরা যেন নিজেদের শরীরের বিশেষ যত্ন নেন সেই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে চিকিৎসার নতুন পদ্ধতি খোঁজার চেষ্টা চালানো হচ্ছে এবং ওষুধপত্রেরও কোনও অভাব হবে না বলেই জানিয়েছেন তিনি।
Post a Comment