পিৎজা ডেলিভারি বয়ের করোনা, ৭২ পরিবার কোয়ারেন্টাইনে



Odd বাংলা ডেস্ক: ১৯ বছরের এক পিৎজা ডেলিভারি বয়ের করোনাভাইরাস পজিটিভ হওয়ায় দক্ষিণ দিল্লির অর্ধশতাধিক পরিবারের জীবনে ছন্দপতন ঘটলো। ১২ এপ্রিল পর্যন্ত পিৎজা ডেলিভারি দিয়েছিলেন ছেলেটি। গত ১৫ দিনে হাউজ খাস, মালবিয়া নগর ও সাবিত্রী নগরের ৭২টি পরিবার তার কাছ থেকে নিয়েছিল পিৎজা। তিনি এখন আরএমএল হাসপাতালে, আর এই ৭২ পরিবারকে কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ছত্তরপূরে তার সংস্পর্শে আসা ২০ জনের বেশি ডেলিভারি বয়কেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় আক্রান্ত ডেলিভারি বয় কখনো দেশের বাইরে যাননি। সম্ভবত আক্রান্ত কোনো পরিবারকে পিৎজা দিতে গিয়ে তিনি সংক্রমিত হয়েছেন। এক বিবৃতিতে ফুড ডেলিভারি কোম্পানি জোমাতো নিশ্চিত করেছে, তাদের একজন রেস্টুরেন্ট কর্মীর শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। তারা বলেছে, ‘কিছু অর্ডার জোমাতোর মাধ্যমে হয়েছে। ডেলিভারির সময় রাইডার সংক্রমিত হয়েছে কিনা আমরা ঠিক জানি না। ‍

সরকারী কর্তৃপক্ষ সব কাস্টমারদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে।’ রাইডার যেই দোকান থেকে পিৎজা কিনতো, সেটা বন্ধ করা হয়েছে জানিয়েছে তারা, ‘কোভিড-১৯ যে কারো হতে পারে এবং নিজেদের পুরোপুরি আইসোলেট করা একেবারে অসম্ভব। বিশেষ করে যারা খাবারের মতো অপরিহার্য বিষয় নিয়ে কাজ করে। আমাদের বিশ্বাস, কোনো রাইডার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে জেনে কাজ করবে না।’ দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৫৭৮ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের বেশি।
Blogger দ্বারা পরিচালিত.