করোনা সংক্রমণ ঠেকাতে অবশেষে দেশে জরুরী অবস্থা জারি করল জাপান সরকার
Odd বাংলা ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার টোকিও, ওসাকা ছাড়াও দেশের আরও পাঁচটি জায়গায় এক মাসের জন্য জরুরী অবস্থা ঘোষণা করলেন। শিনজো আবে এদিন বলেন, 'যেমনটা আমি বুঝতে পারছি যে, এমন পরিস্থিতি যখন দেশের মানুষ এবং অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে... আমি জরুরী অবস্থা ঘোষণা করছি।'
Japan Prime Minister Shinzo Abe declares state of emergency in Tokyo, Osaka, five other prefectures to combat the coronavirus: Reuters pic.twitter.com/ontwsVRFwq— ANI (@ANI) April 7, 2020
জানা গেছে, শুধু টোকিওতেই ইতিমধ্যে হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই টোকিওতে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার। আবে জানিয়েছেন যে একটি জরুরি অবস্থা, যা প্রায় একমাস চলবে, গভর্নরদের আবেদন জানানো হচ্ছে, তারা যেন সাধারণ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দেয় এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার আহ্বান জানায়। তবে অন্যান্য দেশে যেভাবে কঠার লকডাউন মেনে চলা হচ্ছে সেই পথে হাঁটতে চাননি আবে।
বিশেষত রাজধানী এলাকায় যখন সংক্রমণের গতি ক্রমাগতই তীব্রতর হচ্ছে, যেখানে চিন, যুক্তরাষ্ট্রের মতো দেশে যেখানে হাজার হাজার মানুষ করোনায় মারা যাচ্ছে, সেখানে জরুরী অবস্থা ঘোষণার মতো পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের উপর চাপ বাড়ছিল বলে খবর। টোকিওর গভর্নর ইউরিকো কোইক গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন যে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরী অবস্থাই আদর্শ। মার্চ মাসে সংশোধিত একটি আইনের অধীনে বলা হয়েছিল, এই রোগের দ্রুত প্রসারণ সামগ্রিকভাবে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে, আর সেই জন্য অবস্থা বুঝলে প্রধানমন্ত্রী দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
Post a Comment