লকডাউনে গরীব মানুষকে খাওয়াতে নিজের সমস্ত সঞ্চয় টাস্ক ফোর্সের হাতে তুলে দিল ৭ বছরের এই বালক
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস রুখতে সারা দেশজুড়ে জারি লকডাউন। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য সরকারগুলি ত্রাণ তহবিল খুলেছে। সারা দেশের মানুষকে আহ্বান জানানো হচ্ছে সবাই সবার সাধ্যামতো যেন ত্রাণ দান করে সাহায্য করেন।
মিজোরামের কোলাসিব শহরের ৭ বছর বয়সী এক খুদে নিজের জমানো অর্থ দান করল এই ত্রাণ তহবিলে। সে তার পয়সা জমানোর ভাঁড় ভেঙে লকডাউন পরিস্থিতিতে গরীব মানুষদের খাওয়াতে ৩৩৩ টাকা দান করলেন।
This tiny bundle contains Rs. 333/- in cash and coins;— Zoramthanga (@ZoramthangaCM) March 31, 2020
7-year-old Rommel Lalmuansanga from Kolasib Venglai donated his entire savings to his Village Level Task Forces in this war against the dreaded Covid-19 pandemic
May the good Lord bless you abundantly
You are a Hero!#Hero pic.twitter.com/YfGbG9CHDI
রোমেল লালমুয়ানসাঙ্গা নামে ওই খুদে গ্রাম স্তরের টাস্ক ফোর্সকে ৩৩৩ টাকা দান করেছে। এদিন সে একটি প্লাস্টিকের প্যাকেটে করে কিছু নোট আর কিছু খুচরো পয়সা টাস্ক ফোর্সের কর্মীদের হাতে তুলে দেয়। তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। এই খুদের উদ্যোগকে টুইট করে সকলের কাছে পৌঁছে দিয়ে তিনি শিশুটিকে 'হিরো' বলেও সম্বোধন করেছেন।
Post a Comment