এ কি বললেন নরেন্দ্র মোদী! তবে কি বাড়তে চলেছে লকডাউনের মেয়াদ? জল্পনা তুঙ্গে
Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় ফের জল্পনা। ৬ এপ্রিল বিজেপি দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এদিন বিজেপির কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী মোদী।
এদিন তিনি বলেন, করোনা পরিস্থিতি যুদ্ধের চেয়ে কোনও অংশে কম নয়। তাঁর কথায়, 'অতিমারী করোনাভাইরাসের বিরুদ্ধে এটি একটি লম্বা যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জিততেই হবে। দেশের এখন একটাই লক্ষ্য, যে এই যুদ্ধে জিততেই হবে।' বিজেপি কর্মীদের উদ্দেশে মোদী আরও বলেন যে, 'আমাদের মা-বোনেরা অতীতে যুদ্ধের সময় তাঁদের সোনার গয়না দান করেছিলেন। বর্তমান পরিস্থিতি যুদ্ধের থেকে কম কিছু নয়। মনুষ্যজাতিকে বাঁচানোর যুদ্ধ এটা। আমি সমস্ত বিজেপি কর্মীদের আর্জি জানাচ্ছি, আপনারা পিএম কেয়ারস ফান্ডে দান করুন এবং আরও ৪০ জনকে এ কাজে উদ্বুদ্ধ করুন।'
Addressing BJP Karyakartas. #BJPat40 https://t.co/aTZDkj3AA4— Narendra Modi (@narendramodi) April 6, 2020
প্রধানমন্ত্রীর এই 'লম্বা যুদ্ধ' প্রসঙ্গই দৃষ্টি আকর্ষণ করেছে বিশিষ্ট জনের। তাঁর এই বক্তব্যের পর অনেকের মনেই এই লকডাউন পিরিয়ড বাড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। প্রসঙ্গত, সারা দেশজুড়ে যখন লকডাউন পালন করা হচ্ছে, তার মধ্যেই যেভাবে করোনার সংক্রমণ এবং করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে তাতে করে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। এই অবস্থায় লকডাউন পিরিয়ড বাড়ানো হবে কি না- এখন সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে।
Post a Comment