করোনার সঙ্গেই আরও একটি রোগের প্রাদুর্ভাব শুরু


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের মহামারির কারণে এবার হামের প্রকোপ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সংস্থাটি বলেছে, করোনার কারণে কিছু টিকা প্রকল্প বিলম্বিত হওয়ায় এই প্রকোপ দেখা দিতে পারে। ইউনিসেফ জানিয়েছে, বিশ্বের ৩৭ টি দেশের ১১ কোটি ৭০ লাখ শিশু সময়মতো টিকা নাও পেতে পারে। হাম,গলগণ্ড ও রুবেলার (এমএমআর) টিকা নেওয়ার মাত্রা কম থাকায় ইউরোপের দেশগুলোকে কয়েকটি প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য তাদের ‘হামমুক্ত’ অবস্থান হারিয়েছে। 

অথচ মাত্র দুই ডোজ এমএমআর টিকার মাধ্যমে এই রোগটি থেকে শিশুদের মুক্ত রাখা সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যেসব দেশে হামের প্রাদুর্ভাব নেই তারা চাইলে এই করোনা সংকটের সময় টিকা দান কর্মসূচি স্থগিত করতে পারে। অবশ্য ইউনিসেফ বলেছে, ‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে যদি টিকা কর্মসূচি স্থগিতের মতো জটিল সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমরা বিশ্বনেতাদের কাছে টিকা না দেওয়া শিশুদের চিহ্নিত করার আহ্বান জানাবো, যাতে সবচেয়ে অরক্ষিত জনগোষ্ঠীকে যত দ্রুত সম্ভব হামের টিকা দেওয়া যায়।’
Blogger দ্বারা পরিচালিত.