লকডাউন উঠলে অফিসের কাজের সময়সীমা এক ধাক্কায় ৮ঘণ্টা থেকে বেড়ে হবে ১২ ঘণ্টা?
Odd বাংলা ডেস্ক: লকডাউনে স্তব্ধ কাজকর্ম। বন্ধ অফিস-কাছারি। এই পরিস্থিতিতে প্রবল সংকটের মুখে দেশের অর্থনীতি। আর এই পরিস্থিতিতে এক নয়া অর্ডিন্যান্স জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, শীঘ্রই রাজ্য সরকারগুলির ওপর এই নয়া ক্ষমতা প্রদান করার জন্য অর্ডিন্যান্স আনবে কেন্দ্রীয় সরকার। যার ফলে দৈনিক কাজের সময়সীমা ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করে দেওয়া হতে পারে।
তবে কাজের সময়সীমা বাড়লে সেই অনুপাতে পারিশ্রমিক বাড়বে কি না, তা এখনও জানা যায়নি। লকডাউনের জেরে শ্রমিকদের ঘাটতি পূরণের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে খবর। অন্যদিকে লকডাউন উঠে গেলেও সংস্থাগুলিতে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করা যায় সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
লকডাউন উঠে যাওয়ার পর সামাজিক দূরত্ব মেনে চলার জন্য কম সংখ্যক শ্রমিক দিয়ে কাজ চালাতে হবে কল-কারখানায়। এই অবস্থায় চাহিদার অনুসারে পণ্যের যোগান দেওয়ার জন্য কম শ্রমিক নিয়ে কাজের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পথে কেন্দ্র।
Post a Comment