করোনা সারাতে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন কাজ করে না, বলছে গবেষণা
Odd বাংলা ডেস্ক: ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন করোনাভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর- এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর তরফে অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ ব্যবহার করার অনুমোদন দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ওষুধকেই 'গেম চেঞ্জার' বলে সম্বোধর করেছিলেন।
কিন্তু একটি ফরাসী মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণা নতুন প্রমাণ দেয় যে, হাইড্রোক্সিক্লোরোকুইন শরীর থেকে করোনাভাইরাসকে নির্মূল করে ইমিউন সিস্টেমকে উন্নত করতে সাহায্য করে না। তবে ফ্রান্সের একজন এবং চিনের একজন গবেষক জানিয়েছেন, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন নামে দুটি ওষুধের সংমিশ্রণ ব্যবহারের ফলে করোনা সংক্রমণের গুরুতর লক্ষণ নেই এমন রোগীদের ক্ষেত্রে খানিকটা হলেও সুবিধা মিলেছে বলে জানা গিয়েছে।
বিশ্বজুড়ে করোনার ওষুধ নিয়ে জল্পনা রয়েছেই। তবে এখনও বিজ্ঞানসম্মত কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, করোনা ভাইরাসের বিরুদ্ধে হাইড্রক্সিক্লোরোকুইনই একমাত্র ওষুধ। তবে কিছু ক্ষেত্রে তা কাজে এসেছে।
হোয়াইট হাউসের করোনাভাইরাস অ্যাডভাইজার চিকিত্সক অ্যান্থনি ফাউচির কথায়, বৈজ্ঞানিকভাবে এই ওষুধ যে করোনা সারিয়ে দিতে পারে তা নিশ্চিতভাবে বলার জায়গা এখনও নেই৷ তবে পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এটাই সবচেয়ে ভাল ওষুধ৷ তবে কিছু কিছু ক্ষেত্রে ওষুধটি কাজ করছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু করছে না৷
Post a Comment