লকডাউনের মধ্যে অন্য বিপত্তি, তুষারধসে ৫দিন ধরে নিখোঁজ সেনা জওয়ান


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তুষার ধসের তলায় চাপা পড়ে গিয়ে গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান। 

গত ৬ এপ্রিল ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়েক সঞ্জীব রেড্ডি বরফ ফেরা সিকিমের পার্বত্য অঞ্চলে ডোজার চালাচ্ছিলেন। সেদিনই তুধারধসের কবলে পড়েন তিনি। তারপর থেকে আজ পর্যন্ত তাঁর আর কোনও খোঁজ নেই। অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কেএস পল্লি গ্রামের বাসিন্দা সঞ্জীব রেড্ডি। সেনাবাহিনি সূত্রে খবর, সিকিমের হাই অল্টিটিউট অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। 

তাঁর নিখোঁজের খবর পেতেই সেনাবাহিনীর তরফে শুরু করা হয়েছে তল্লাসি অভিযান। ওই সেনা জওয়ানকে খুঁজে বের করার জন্য সমস্ত রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে। এর জন্য প্রায় ২৫০ সেনাবাহিনী, হেলিকপ্টার, ট্র্যাকার কুকুর, তুষার ধসের মধ্যে উদ্ধারকারী কুকুর সকলকেই নিয়োগ করা হয়েছে। তবে তীব্র তুষার ধসের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে খবর। 
Blogger দ্বারা পরিচালিত.