করোনায় আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ বদহজমের সমস্যা, বললেন চিনা গবেষকরা


Odd বাংলা ডেস্ক: চিনা গবেষকরা একটি নতুন সমীক্ষায় খুঁজে পেয়েছেন যে, কোভিড-১৯ আক্রান্তদের প্রায় অর্ধেকই বদহজমের সমস্যার সম্মুখীন হয়েছেন। হুবেই প্রদেশের হাসপাতালে ভর্তি হওয়া ২০০ জনেরও বেশি রোগীর কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, তাদের প্রায় অর্ধেকই ডায়রিয়া এবং বমি বমি ভাব বা খিদে না হওয়া, এবং বদহজম জনিত সমস্যায় ভুগেছেন।

যদিও হজমজনিত সমস্যা বিশ্বব্যাপী অসংখ্য মানুষের মধ্যে সাধারণভাবে দেখা যায়। তাই বিশেষজ্ঞরা এটাও বলেছেন যে, যাদেরই বদহজমের সমস্যা রয়েছে তারাই করোনা আক্রান্ত এমনটা নয়। তবে গবেষণা অনুসারে এটি প্রাথমিক উপসর্গ হিসাবে বিবেচনা করা যেতে পারে। গত ১৮ মার্চে করা গবেষণায় দেখা গেছে যে, উহানের তিনটি হাসপাতালে প্রায় ২০০ জন কোভিড -১৯ রোগীর মধ্যে প্রায় ৪৮.৫ শতাংশ কমপক্ষে বদহজমের সমস্যার কথা জানিয়েছেন এবং ১৮% মানুষ ডায়রিয়া, বমি বা পেটে ব্যথার সমস্যার কথা জানিয়েছেন। 

৩০ মার্চ 'আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজি'-তে প্রকাশিত আর একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে কোভিড-১৯-এর বেশিরভাগ রোগীদের কাশি, শ্বাসকষ্ট এবং জ্বরের মতো সাধারণ লক্ষণ দেখা যায়, তবে এই লক্ষণগুলি সংক্রামিত ব্যক্তির শরীরে প্রদর্শিত হতে সময় নেয় এবং প্রায়শই নির্ণয় করা যায় না। ততক্ষণে, ব্যক্তিটি অন্য ব্যক্তির সঙ্গে দেখা করে এবং ভাইরাসটি অন্য ব্যক্তি দ্বারা আরও বহু মানুষের মধ্যে স্থানান্তরিত হতে পারে। অতএব, করোনাভাইরাসকে রুখতে মানুষের সঙ্গে যোগাযোগ কমাতে হবে তবেই এই রোগের বিস্তার রোধ করা যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 
Blogger দ্বারা পরিচালিত.