বারবার একই মাস্ক পরছেন? মাস্কে টানা ৭ দিন জীবিত থাকে করোনা ভাইরাস, বলছে গবেষণা
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে করোনা সংক্রমণ থামার কোনও নামই নেই। বরং হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। ইওরোপের দেশগুলিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা চোখে পড়ার মতো। সেইসঙ্গে নয়া করোনা হটস্পট আমেরিকাতেও পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠছে। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডাক্তার থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
কিন্তু শুধুই কি মাস্ক পরা? মাস্ক পরার পাশাপাশি সেই মাস্ক পরিষ্কার রাখাটাো বিশেভাবে জরুরী। কেন? সম্প্রতি হংকং-এর একদল বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন একটি মাস্কে করোনাভাইরাস কিন্তু এক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে।
হংকং-এ বিজ্ঞানীরা জানিয়েছেন করোনাভাইরাস কাপড়ে টিকে থাকতে পারে না। কিন্তু মাস্কের কাপড়ে এই ভাইরাস বেঁচে থাকতে পারে সাতদিন পর্যন্ত। অন্য দিকে সার্জিক্যাল মাস্কের কার্যকারিতা ৮ ঘণ্টা পর নষ্ট হয়ে যায়-এমনটাই বলেন বিশেষজ্ঞরা। তাই সার্জিক্যাল মাস্ক পুনরায় ব্যবহার না করার নির্দেশই দেন বিশেষজ্ঞরা। তবে ব্যবহার করার হলে তা অবশ্যই স্যানিটাইজ করাটা প্রয়োজন।
Post a Comment