কি কাণ্ড! লকডাউনে শ্যুটিং বন্ধ, অন্যের বাড়িতে চুরি করতে গিয়ে গ্রেফতার অভিনেতা


Odd বাংলা ডেস্ক: ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশের। রাজধানী ঢাকার সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটের গ্রিল কেটে সোনার গহনা, নগদ টাকা এবং ল্যাপটপ চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। চক্রের মূল হোতা মো. হাসান ওরফে জিসান। গ্রেফতার হওয়া তার সহযোগীরা হলেন মো. আনোয়ার হোসেন, ভ্যান চালক মো. আব্দুল আলীম ও চোরাই সোনার ক্রেতা মো. লিখন শেখ। জানা গেছে গ্রেফতার জিসান কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ এবং লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জিসানের বাসা থেকে চুরি যাওয়া চেইন, আংটিসহ কিছু সোনার গহনা, নগদ ২০ হাজার টাকা এবং চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে শুক্রবার (১০ এপ্রিল) তাদের আদালতে উপস্থিত করা হলে, দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পুলিশের পক্ষ থেকে রিমান্ড না চাওয়ায় প্রত্যেককে কারাগারে পাঠান আদালত। গত ৩১ মার্চ ভোরে সেন্ট্রাল রোডের একটি ফ্ল্যাটের (বাসিন্দারা ফ্ল্যাটে ছিলেন না) গ্রিল কেটে সোনার গহনা, নগদ টাকা এবং ল্যাপটপ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। প্রাথমিক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দু’জনকে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফিন বলেন, এই চোরচক্রের মূল হোতা মো. হাসান (জিসান)। তিনি নিজেকে অভিনয় শিল্পী পরিচয় দিয়েছেন। কয়েকটি নাটক এবং টেলিফিল্মে সে অভিনয় করেছে। তার একটি ইউটিউব চ্যানেলও আছে। যার নাম Bayati bari (বয়াতি বাড়ি)। ইউটিউব চ্যানেলটিতে দেখা গেছে, দুটি ভিডিও রয়েছে। একটি নাটকের ক্লিপ। নাটকের নাম ‘অসমাপ্ত’। নাজমুল হক বাপ্পী পরিচালিত নাটকে জিসানকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া ইউটিউব চ্যানেলে একটি শর্ট ফিল্ম রয়েছে। নাম ‘শিকার’। শর্ট ফিল্মটিতে অভিনয় ও প্রযোজনা করেছেন জিসান নিজেই।
Blogger দ্বারা পরিচালিত.