বলিউডে আরও এক নক্ষত্র পতন, দীর্ঘ রোগভোগের পর প্রয়াত ঋষি কাপুর


Odd বাংলা ডেস্ক: একের পর এক নক্ষত্র পতন বলিউডে। বুধবার ইরফান খানের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক মৃত্যুর খবর কার্যত শোকস্তব্ধ বলিউড। বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালজয়ী অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। 
ঋষি কাপুরের বড় ভাই রনধীর কাপুর এদিন সংবাদমাধ্যমের কাছে তাঁর মৃত্যুর খবরটি প্রকাশ্যে এনেছেন। গতকাল অর্থাৎ ২৯ এপ্রিল তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠায় তাঁকে মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ার পর ২০১৮ সালে তিনি চলে যান নিউ ইয়র্কে চিকিৎসার জন্য। সেখানে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নীতু সিং-ও। প্রায় এক বছর সেখানে থাকার পর ফিরে আসেন তিনি। প্রখ্যাত তারকা রাজ কাপুরের ছেলে ঋষি বলিউডে প্রথম পা রাখেন মাত্র ৩ বছর বয়সে, শ্রী ৪২০ ছবির হাত ধরে। এরপর রাজ কাপুরের কালজয়ী ছবি 'মেরা নাম জোকার'-এ অভিনয় জগতে ডেব্যিউ করেন ঋষি। এরপর 'ববি' ছবি দিয়ে সেই সময়ের হার্টথ্রব হয়ে ওঠেন ঋষি। 

এরপর ৭০ থেকে ৯০-এর দশক দাপিয়ে বেড়িয়েছেন ঋষি। অমর আকবর অ্যান্টনি, কার্জ, চাঁদনি, প্রেম রোগ-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন বলিউডকে। আজ সেই তারকার প্রয়াণে কার্যতই চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মনে করছেন সকলে।
Blogger দ্বারা পরিচালিত.