হিটলারের প্রচন্ড দুর্গন্ধ যুক্ত বাতকর্ম হত, এবং এটার কারণেই নাকি তিনি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন!
Odd বাংলা ডেস্ক: একটু অন্যরকম আর নতুন শোনালেও সত্যি যে, একই সাথে বিখ্যাত এবং কুখ্যাত স্বৈরশাসক হিটলারের (Adolf Hitler) বায়ুদূষণের (Fart) সমস্যা ছিল। আর পরিমাণটা এতটাই বেশি ছিল যে, বাধ্য হয়ে চিকিত্সকের শরণাপন্ন হন তিনি আর ডা. মোরেল তাকে একটি ঔষধ সেবন করতে দেন। যেটার ভেতরে একই সাথে ছিল বেলাডোনা ও স্ট্রিকনিন নামক দুটি উপাদান। বেলাডোনা হচ্ছে এমন একটি বিষাক্ত উপাদান যেটি মানুষের ভেতরে উত্তেজনা, দ্বিধা আর হ্যালুসিনেশন তৈরি করে। অন্যদিকে স্ট্রিকনিন ভয়, অস্বস্তিসহ নেতিবাচক বেশকিছু অনুভূতি। হিসেব মতে দিনে প্রায় ২০ টির উপরে ঔষধ সেবন করতেন হিটলার। আর এই ঔষধের কারণেই জীবনের শেষের দিকে অনেকগুলো সিদ্ধান্ত ও কার্যক্রম পরিচালনা করেছেন হিটলার। এই ওষুধের কারণেই নাকি তাঁর শেষ জীবেন হ্যালুসিনেশন হত। এবং সবাইকে তিনি তাঁর শত্রু বলে মনে করতেন। এমনটাই মনে করেন অনেকে। যার ফলে পাল্টে গিয়েছে ইতিহাসের ছক অনেকটাই! বলা চলে তার বাতকর্মের (Fart) কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল।
Post a Comment