করোনার পর নয়া চ্যালেঞ্জ! ভয়াল পোকার কবলে পড়তে পারে গোটা ভারত


Odd বাংলা ডেস্ক: কদিকে যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ, আর তার মধ্যেই নয়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে দেশ। একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে ভারতে হানা দিতে পারে পঙ্গপাল। ভারতে পঙ্গপাল হানার আশঙ্কার অবশ্য এর আগেই করা হয়েছিল। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তরফে সতর্কতাবাণী দেওয়া হয়েছে যে, চলতি বছরের মে মাস থেকে ভারতে পঙ্গপালের উপদ্রব শুরু হবে। 

সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমসূত্রে আরও জানা গিয়েছে, ভারত মহাসাগর অতিক্রম করে পঙ্গপালের দল সরাসরি ভারতের কৃষিজমিতে নেমে পড়তে পারে। করোনার বিরুদ্ধে যখন প্রাণপণে লড়াই করছে ভারত, তখন এই গ্রীষ্মেই ভারতের কৃষিজমির ওপর থাবা বসাতে চলেছে পঙ্গপাল। সূত্রের খবর, একদিকে যখন করোনা ভাইরাস মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা নিচ্ছে ভারত, তার সঙ্গে সঙ্গেই পঙ্গপালের দলকে  প্রতিরোধ করতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টায় ভারত। 

সূত্রের খবর, হর্ন অব আফ্রিকা থেকে একদল পঙ্গপালের সঙ্গে মরু অঞ্চলের আর এক দল পঙ্গপাল একসঙ্গে সঙ্গে যুক্ত হয়ে হানা দিতে চলেছে। এদের একটি ঝাঁক ইয়েমেন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব এবং পাকিস্তান হয়ে ভারতে হানা দিতে চলেছে। যারা ভারতের পঞ্জাব, হরিয়ানা-সহ আরও কয়েকটি রাজ্যে ঢুকতে চলেছে। বিশেষজ্ঞদের দাবি, পঙ্গপালের এই দল ভারতের খাদ্য নিরাপত্তা সংকটে ফেলতে পারে! আরও জানা যাচ্ছে যে, গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পঙ্গপাল আক্রমণের মুখে পড়তে চলেছে বিশ্ব। যা কি না  বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে খাদ্য সংকটের মধ্যে ফেলে দিতে পারে। 
Blogger দ্বারা পরিচালিত.