স্বস্তির খবর, গোয়ার পর নিজেদের করোনামুক্ত ঘোষণা করল আর এক রাজ্য
Odd বাংলা ডেস্ক: ভারতের প্রথম করোনাশূন্য রাজ্য হিসাবে ঘোষণা করেছে গোয়া। আর তার পরই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং টুইট করে জানিয়েছেন, রাজ্যে যে দু'জন রোগীকে করোনা আক্রান্ত বলা হয়েছিল, তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
দিল্লির নিজামউদ্দিনে তাবলিঘি জামাত অনুষ্ঠান থেকে ফিরে আসার পরে বছর ৬৫-র শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। এর আগে রাজ্যের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির ব্রিটেন ভ্রমণের যোগ ছিল।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং টুইট করে জানিয়েছেন, 'আমি এই কথা জানাতে পেরে খুবই আনন্দিত যে, মণিপুর এখন করোনামুক্ত। ২ জন রোগীই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং করোনা নেগেটিভ পরীক্ষিত হয়েছেন। রাজ্যে নতুন করে ভাইরাসের কোনও ঘটনা নেই।'
মনিপুর ভারতে করোনভাইরাস মুক্ত হওয়ার পরে গোয়ার পরে দ্বিতীয় রাজ্য হয়। উপকূলীয় রাজ্য গোয়ায় মোট সাতটি ইতিবাচক কেস ছিল, যার মধ্যে ছয়জনের ভ্রমণ ইতিহাস ছিল এবং একজন ইতিবাচক রোগীর ভাই। এটি গোয়াকে দেশের প্রথম সবুজ রাজ্যে পরিণত করেছে, এপ্রিল থেকে 3 এপ্রিল থেকে করোনাভাইরাসের কোনও মামলা পাওয়া যায়নি।
সোমবার থেকে কার্যকর হওয়া লকডাউনে শিথিলকরণ সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, বাধ্যতামূলক সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে উভয় রাজ্যই তাদের ব্যবসায়ের কার্যক্রম শুরু করতে পারে।
Post a Comment