ধর্মের উর্ধ্বে মানবতাই সত্য, সুস্থ হয়ে প্লাজমা দান করলেন ২০০-এরও বেশি তবলিঘি সদস্য
Odd বাংলা ডেস্ক: প্রথমে দিল্লির লোক নায়ক হাসপাতাল আর তারপর দিল্লির এইমস হাসপাতালও এবার প্লাজমা থেরাপির পথেই হাঁটছে। এরপর সোমবার থেকে সুলতানপুরী এবং নরেলার কোভিড কেয়ার সেন্টার-এর প্রায় ৩৫০-এরও বেশি তবলিঘি সদস্যদের থেকে শুরু হল প্লাজমা গ্রহণের কাজ। ইতিমধ্যেই ২৫ জনের প্লাজমা সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর।
এই প্লাজমা ব্যবহার করা হবে করোনা পজিটিভ রোগীদের চিকিৎসা করা হবে। সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্লাজমায় থাকে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে পারে এমন অ্যান্টিবডি। আর সেই কারণেই তাঁদের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে নিয়ে করোনা রোগীদের সুস্থ করে তুলতে তা ব্যবহার করা হয়ে থাকে।
এইমস-এর মেডিকেল সুপারিন্টেডেন্ট ডাক্তার ডিকে শর্মা জানিয়েছেন, 'আমরা ইতিমধ্যে দু'জন দাতার কাছ থেকে প্লাজমা সংগ্রহ করেছি এবং এখন আমরা থেরাপির জন্য উপযুক্ত প্রাপকের সন্ধান করছি। তবে এমন রোগী যারা ইনটেনসিভ কেয়ার ইউনিটে রয়েছেন তাঁরাও এই থেরাপি সহ্য করতে পারে।' ভ্যাকসিন এবং সঠিক ওষুধ যেখানে এখনও আবিস্কার করা হয়নি, সেখানে এই প্লাজমা থেরাপিই এখন ভরসা।
Post a Comment