গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি, মৃতের সংখ্যা বেড়ে ২০০
Odd বাংলা ডেস্ক: ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯৬ জন। আর মারা গেছেন ৩৭ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
একদিনে ভারতে এতো মানুষের আক্রান্ত হওয়া কিংবা মারা যাওয়ার এটি সর্বোচ্চ রেকর্ড। এর ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭৬১তে পৌঁছলো। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ২০৬ এ।
শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে আসামে। সকালে টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আক্রান্তের সংখ্যায় সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৮৬। আর মৃত্যু হয়েছে ৯৭ জনের। এছাড়া দিল্লিতে ৭৫৭ জন আক্রান্ত হয়েছেন। রাজধানীতে মৃতের সংখ্যা ১২। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৩ জন। মৃত্যু হয়েছে আট জনের।
Post a Comment