অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই পাস, সিবিএসসির পর এবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকারও


Odd বাংলা ডেস্ক: অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনার আবহে এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনার কারণে সারা দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। আর সেইজন্যই অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। 

প্রসঙ্গত, শুরু হয়েও শেষ হতে পারেনি আইসিএসই, আইএসসি, সিবিএসই দশম-দ্বাদশের পরীক্ষা। এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে আবেদন করা হয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র কাছে।সেই আবেদনের ভিত্তিতে বুধবার বিজ্ঞপ্তি জারি করে সিবিএসই-র তরফে জানানো হয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাস করিয়ে দেওয়া হবে।

আর এবার সেই পথে হাঁটল করোনার আবহে সিদ্ধান্ত রাজ্য সরকারের। এ বছর অষ্টম শ্রেণী পর্যন্ত কোনও পড়ুয়াকে আটকানো যাবে না। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে ক্লাস করানো হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবম ও একাদশ শ্রেণিতে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট করতে পারে সংশ্লিষ্ট স্কুলগুলি। তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে অনলাইন বা অফলাইন টেস্ট নিতে পারে স্কুল।
Blogger দ্বারা পরিচালিত.