ভয়ঙ্কর পরিস্থিতির প্রতি মুহূর্তেই রক্ষা করেন লোকনাথ ব্রহ্মচারী



Odd বাংলা ডেস্ক: জীবনের ভয়ঙ্কর পরিস্থিতিতেও বাবা লোকনাথ এগিয়ে আসেন ভক্তদের রক্ষা করতে ৷ তিনিই রক্ষা করেন রণে, বনে, জলে, জঙ্গলে, সব জায়গায় ৷ বাংলার ঘরে ঘরে আজ বাবা লোকনাথের আরাধনা করেন অগণিত ভক্তেরা ৷  চাকলার এক সাধারণ ও মধ্যবিত্ত পরিবারে জন্মেও নিজের কর্মবলে আজ তিনি ঘরে ঘরে সবার প্রিয় বাবা ৷ বাবা লোকনাথের পুজোয় বিশেষ কোনও আড়ম্বর হয়না ৷ তিনি সব সময়েই সামান্য আয়োজনের কথা বলতেন ৷ মানুষের জন্য নিজেদের জীবন অতিবাহিত করার পরামর্শ সব সময়েই দিতেন তিনি ৷ আসমুদ্র হিমাচল তাঁরই ব্যপ্তি ৷ প্রচুর পরিশ্রমের মধ্যেই জীবনের শান্তি ফিরে আসে, আর প্রতিদিনই নতুন নতুন করে জীবনের সমস্ত কিছু ফিরে পায় ৷ মন কো বানাও রাজা তন কো বানাও চাষা অর্থাৎ মনকে বা শরীরকে কখনই প্রশ্রয় না দিয়ে কঠোর পরিশ্রমেই জীবনে আসবে সাফল্য ৷ তিনি বারেবারে কঠোর জীবন যাপনের কথাই ভক্তদেরকে বলতেন ৷
Blogger দ্বারা পরিচালিত.