যুদ্ধের ময়দান ছেড়ে বন্ধুত্ব হল রাম-রাবণের, রামায়ণে ক্যামেরার পিছনের অদেখা ছবি
Odd বাংলা ডেস্ক: আজ থেকে ৩৩ বছর আগে ইতিহাস রচনা করেছিল রামানন্দ সাগর পরিচালিত রামায়ণ। পৌরাণিক গল্পকে সত্যি ভেবে নিয়ে ধারাবাহিকে অভিনয়কারী রাম,লক্ষণ, সীতার পুজো করতেন সাধারণ মানুষ।
তবে পর্দায় রাম-রাবণের যুদ্ধ হলেও বাস্তবে কিন্তু অরুণ গোভিল (রাম) এবং অরবিন্দ ত্রিবেদী (রাবণ) খুব ভাল বন্ধু। যদিও দুজনের মধ্যে বয়েসর ফারাক রয়েছে, তবুও তাঁরা বরাবরই বন্ধুর মতো মিশেছেন একে অপরের সঙ্গে। সবথেকে মজার কথা হল রামায়ণের স্টার কাস্ট সকলেই আজও একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
Image Source- Twitter |
Post a Comment