লকডাউনের বাজারে সোশ্যাল ডিসটেন্সিং মেনেই লম্বা লাইন মদের দোকানে


Odd বাংলা ডেস্ক: টানা ২৬ দিন পর সোমবার রাজ্যে মদের দোকানগুলি খোলার নির্দেশ দিয়েছিল অসম সরকার। আর তারপরেই কার্যত মদের দোকানে ঢল নামল মানুষের। সোমবার অসম জুড়ে বিভিন্ন জেলায় ধরা পড়ল এই ছবি। 

করোনা ভাইরাসের জেরে রাজ্য আবগারি দফতরের নির্দেশে লকডাউনের অনেক আগে থেকেই অর্থাৎ গত ১৮ মার্চ থেকে অসমে মদের দোকান বন্ধ রাখা হয়েছিল। এরপর রবিবার অসম আবগারি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল সেরাজ্যে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের মদের দোকানগুলি খোলা রাখা হবে। আর তারপরই আজ সকাল থেকে রাজ্যের একাধিক মদের দোকানে ছিল উপচে পড়া ভিড়। 
তবে মদের দোকানগুলির তরফে সামাজিক দূরত্বের বিষয়টাও মাথায় রাখা হয়েছে। হাঁচি, কাশির মতো বিষয়গুলি থেকে দূরে রাখতে দোকানের সামনে গোল গোল করে দাগ কেটে রাখা হয়েছে। সেই গোল দাগের মধ্যে দাঁড়িয়েই অপেক্ষা করছেন ক্রেতারা। শুধু তাই নয়, মদ কেনার পর টাকা দেওয়ার সময় গ্রাহক এবং কর্মীর হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করারও ব্যবস্থা রেখেছে দোকানগুলি। 
Blogger দ্বারা পরিচালিত.