স্বস্তির খবর, সারা দেশের মধ্যে করোনা মুক্ত প্রায় ৩০০টি জেলা, কমছে হটস্পট জোনও


Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যেমন পাল্লা দিয়ে বাড়ছে, তেমনই এর পাশাপাশি কিন্তু পরিস্থিতির খানিকটা হলেও উন্নতি হচ্ছে সারা দেশে। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, সারা দেশজুড়ে প্রায় ৩০০টি জেলা এই মুহূর্তে করোনা মুক্ত। পাশাপাশি আরও প্রায় ১৯৭টি জেলা এখন নন-হটস্পট জোন। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সাধারণ মানুষকে আশ্বস্ত করে আরও জানিয়েছেন লকডাউন মেনে চলা এবং প্রশাসনের নজরদারির জন্য হটস্পট জোনগুলি ধীরে ধীরে নন-হটস্পট হওয়ার দিকে এগোচ্ছে। দিল্লির এইমস হাসপাতাল পরিদর্শন করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, সারা দেশের পরিস্থিতি কর্মেই উন্নত হচ্ছে। শেষ ৩ দিনে করোনা আক্রান্তের হার উল্লেখযোগ্যহারে কমেছে। গত ৭দিনে ৬৬টি জেলায় নতুন করো করোনা সংক্রমণের খবর নেই। 

তিনি আরও বলেন, একইভাবে গত ১৪দিনে ৪৮টি জেলা য় নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। গত ২১ দিনে ৩১টি জেলায় নতুন করে করোনা আক্রমণের কোনও খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে ১৯৭টি জেলায় হাতে গুণে একটি বা দু'টি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। তাই সেগুলিকে নন হটস্পট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.