করোনা আতঙ্কে লকডাউন, নববর্ষের প্রাক্কালে চেনা গড়িয়াহাট আজ জনশূন্য, দেখুন ছবি
Odd বাংলা ডেস্ক: হাতে আর মাত্র একটা দিন আর তারপরেই পয়লা বৈশাখ। বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা নববর্ষের গন্ধ এবার ফিকে। সত্যি বলতে বাঙালির কাছে বাংলা ক্যালেন্ডারের যে দুটি তারিখ সবথেকে স্মরণীয় তা হল পয়লা বৈশাখ আর পঁচিশে বৈশাখ। পঁচিশে বৈশাখ আসতে অবশ্য বেশকিছুদিন দেরি আছে, তবে আপামর বাঙালি মেতে ওঠে যে নতুন বছরের আনন্দে সেই আনন্দের অনেকটাই মিশে থাকে চৈত্র সেলর মধ্যে দিয়ে।
নতুন বছরে নতুন জামা পরার যে রীতি তাতে এবার ভাটা। কারণ করোনাভাইরাসের কারণে সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউনের প্রভাব পড়েছে চৈত্র সেলেও। ব্যস্ত দুপুরে এমনই শুনশান গড়িয়াহাটের ফুটপাথ।
রাস্তাঘাট কার্যত জনশূণ্য। চোখে পড়ছে কেবল একজন কর্তব্যরত পুলিশ। অথচ অন্যান্য বছর এই সময়ে ট্রাফিক সামলাতেই ব্যস্ত থাকেন পুলিশকর্মীরা।
গোলপার্কগামী রাস্তার দিকে কেবল রয়েচে একটি রিস্কা। একটি বেকারির গাড়ি এবং প্রাইভেট গাড়ি মাত্র চোখে পড়েছে।
গড়িয়াহাট ব্রিজের নীচে যেখানে বসত দাবা ও তাসের আসর। খেলায় মুখরিত থাকত চারিদিক সেই বসার জায়গাও লকডাউনে জনশূণ্য।
যে ফুটপাথে চৈত্র সেলের জন্য তিল ধারণের জায়গা থাকত না সেই ফুটপাথেই শুয়ে রয়েছেন গৃহহীন এক ভবঘূুরে।
এই চিত্র না কেউ কোনওদিনও দেখেছে, না ভবিষ্যতে কেউ কোনওদিনও দেখতে চাইবেন। তাই Odd বাংলার তরফে সকলকে আরও একবার বলা হচ্ছে যে, সকলে ঘরে থাকুন। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। লকডাউন মেনে চলুন, সরকারের পাশে থাকুন।
ছবি সৌজন্যে- ইন্দ্রাণী মুখোপাধ্যায়, Odd বাংলা।
ছবি সৌজন্যে- ইন্দ্রাণী মুখোপাধ্যায়, Odd বাংলা।
Post a Comment