আতঙ্কের পারদ বাড়িয়ে রাজ্যে করোনায় মৃত্যু হল এক শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তার
Odd বাংলা ডেস্ক: আতঙ্ক বাড়িয়ে রাজ্যে এবার মৃত্যু হল করোনা আক্রান্ত এক চিকিৎসক-স্বাস্থ্যকর্তার। সল্টলেকের আমরি হাসপাতালে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, হরিদেবপুরের বাসিন্দা ওই স্বাস্থ্যকর্তার স্ত্রীরও করোনা আক্রান্ত! তিনিও আমরি হাসপাতালেই ভর্তি।
মৃত স্বাস্থ্যকর্তা হলেন সেন্ট্রাল মেডিকেল স্টোরের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর। প্রসঙ্গত এই সেন্ট্রাল মেডিকেল স্টোরেই থাকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম। এখানেই মজুত করা থাকে স্যানিটাইজার, পিপিই, মাস্কের মতো প্রয়োজনীয় জিনিস। এর দায়িত্বপ্রাপ্ত ওই শীর্ষকর্তা বেশ কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে পড়েন।
প্রথমে তাঁকে ভর্তি করা বেলেঘাটা আইডি হাসপাতালে। তারপর তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় সল্টলেকের আমরি হাসপাতালে। দিনে দিনে তাঁর শারিরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময় হয়ে ওঠায় তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। সূত্রের খবর, ওই শীর্ষ স্বাস্থ্যকর্তার মাস কয়েক আগে হার্ট অপারেশন হয়েছিল। পাশাপাশি তিনি ডায়াবেটিস এবং হাইপারটেনশনের রোগী ছিলেন। তবে করোনা আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।
Post a Comment