কে ভুল বলছে আরোগ্য সেতু অ্যাপ নাকি রাজ্য সরকার?
Odd বাংলা ডেস্ক: একদিকে কেন্দ্রীয় দলের সঙ্গে রাজ্য সরকারের যুযুধান অব্যাহত। তারই মাঝে আবার তথ্যগত গলদ। রাজ্য সরকারের তথ্য ঠিক নাকি কেন্দ্রীয় সরকারের? রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৩। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৮ জন। করোনায় রাজ্যে মৃত ১৮, সুস্থ ১০৫। হোম কোয়ারেন্টাইনে ২৩ হাজার ৬১৮। এই সংখ্যাটি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। অথচ আরোগ্য সেতু অ্যাপের হিসেব বলছে অন্য কথা।
সেখানে উল্লেখ করা হচ্ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। অ্যাপটি ডাউনলোড করলেই দেখা যাবে পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ৫১৭। মানে রাজ্য সরকার যে হিসেব দিচ্ছে তার থেকে অন্তত ৯৪ জন বেশি। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা আরোগ্য সেতু অ্যাপ অনুযায়ী অনেকটাই বেশি। রাজ্য সরকারের দেখানো হিসেবের থেকে প্রায় ১৯ জন বেশি। ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা অ্যাপের তালিকায় ৫৭ জন। এখন রাজ্যবাসী রয়েছে চিন্তায়। তাহলে সঠিক তথ্য কোনটা?
Post a Comment