হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রথমেই ডাক্তারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সেন্ট থমাস হাসপাতালের ডাক্তার ও নার্সদের সম্পর্কে তিনি বলেন, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবোনা। আমার জীবনের জন্যে আমি তাদের কাছে ঋণী।’ খবর ডেইলি মেইলের। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা বরিস জনসন তার কাছের মানুষদের কাছে এমন অভিমত জানালেন। গত ২৭ মার্চ তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের বাসভবনে আইসোলেশনে ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে নেওয়া হয়। পরে তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হলে আইসিইউ থেকে সরিয়ে ওয়ার্ডে নেওয়া হয়।
Blogger দ্বারা পরিচালিত.