মানুষ মরছে, ‘তাতে কী?’
Odd বাংলা ডেস্ক: ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত ৭৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫ হাজার ৫১৩ জন। তবে এ বিষয়ে মাথাব্যাথা নেই দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর।
এক দিনে করোনায় ৪৭৪ জন মৃত্যুর বিষয়ে মঙ্গলবার রাতে ব্রাজিলের প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। করোনা আক্রান্তদের মৃত্যুর ব্যাপারে কোনো দুঃখ প্রকাশ না করেই বোলসোনারো বলেন, ‘তাতে আমার কী? আমি দুঃখিত। আপনারা আমাকে কী করতে বলেন?’
তার আরেক নাম মসিহ উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ‘আমার নাম মসিহ। কিন্তু আমি তো অলৌকিক কিছু পারি না।’
বোলসোনারোর এই মন্তব্যের পর বোলসোনারোর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
সঙ্গীত শিল্পী নান্দো মৌরা টুইটারে লিখেছেন, ‘একটা উন্মাদ।’
চিত্রনাট্য লেখক মারিলিজ পেরেইরা জর্জ লিখেছেন, ‘এটা উপহাস। অপমান। এটা অসহনীয়।’
রাজনৈতিক বিশ্লেষক বার্নান্দো মেল্লো ফ্রাঙ্কো বুধবার এক নিবন্ধে লিখেছেন, ‘বোলসোনারো ব্রাজিলকে তাতে কী প্রজাতন্ত্রে পরিণত করতে চাচ্ছেন।’
Post a Comment