সোমবার থেকেই সচল পরিবহন ব্যবস্থা, চলবে বেসরকারি বাস, বললেন মুখ্যমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: সোমবার থেকে গ্রিন জোনে শুরু হতে চলেছে বেসরকারি বাস পরিষেবা। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে বাসে ২০ জনের বেশি লোক নেওয়া যাবে না। 

তবে এক জেলা থেকে অন্য জেলায় বাস পরিষেবা চালু হবে না। গ্রিন জোনে জেলার মধ্যেই বাস চলাচল করবে। এই ঘোষণায় স্বভাবতই বেসরকারি বাস মালিকদের কাছে সুখবর। তবে বাস চলাচলের ক্ষেত্রে সরকারি নিয়ম-কানুন মেনে চলতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে সবক্ষেত্রেই সামাজিক দূরত্ববিধি মেনে চলা এবং মাস্ক পরা বাধ্যতামুলক বলে জানালেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে রাজ্যের গ্রিন এবং অরেঞ্জ জোনে একাধিক ক্ষেত্রে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 
Blogger দ্বারা পরিচালিত.