স্নানের সময়ে এই একটি মন্ত্র জপেই দূর হয় দুর্ভাগ্য, পকেটে আসে টাকা
Odd বাংলা ডেস্ক: বায়ু, অগ্নি, পৃথ্বী, আকাশ ও জল— এই পাঁচ উপাদানে গঠিত মানুষের শরীর। এর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব পায় জল। জল যে জীবনের আর এক নাম, একথা কে না জানে। সনাতন ধর্ম অনুসারে, জলের দেবতাকে সন্তুষ্ট করলে দূর হয় দুর্ভাগ্য। কেবল তাই নয়, মেলে নীরোগ শরীরও। স্নানের সময়ে একটি মন্ত্র উচ্চারণ করলে তুষ্ট হন জলের দেবতা বরুণ। একবার নয়, উচ্চারণ করুন পাঁচ বার। তার পর স্নান করে নিন। এই দৈনিক পাঁচ বারের মন্ত্রোচ্চারণ বরুণ দেবতাকে তুষ্ট করবে। বরুণ দেবতার কৃপা আপনার উপরে বর্ষিত হবে।
আসুন জেনে নেওয়া যাক, কোন মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হল—
ওম হ্রীং বরুণ দেবতায় নমঃ।
স্নানের আগে এই মন্ত্র পাঁচ বার উচ্চারণ করতে হবে। তাহলেই বরুণ দেবতার কৃপায় আপনার জীবনে আসবে সৌভাগ্য। রোগব্যধি মুক্ত হবে জীবন।
এছাড়াও রোজ সূর্যদেবের উদ্দেশে জল নিবেদনেও মেলে পুণ্য। বাড়ে আত্মবিশ্বাস। আসে সাফল্য।
Post a Comment