লকডাউনে বাবা রোজ জোর করে টিউশন পড়তে পাঠাচ্ছে, পুলিশকে ফোন করে জানালো খুদে
Odd বাংলা ডেস্ক: লকডাউন চলছে দেশ জুড়ে৷ শিশুদের বাড়িতে রেখেই অনলাইন পড়াতে বলা হয়েছে দেশ জুড়ে। করোনা সংক্রমণ রুখতে সবাইকেই গৃহবন্দি থাকতে বলা হচ্ছে৷ শিশুদেরও গৃহবন্দি থাকতে হচ্ছে৷ খুদে পড়ুয়াদের পড়াশোনার জন্যও ভরসা এখন অনলাইন ক্লাস৷ কিন্তু অনেক অভিভাবক এবং শিক্ষকরা রয়েছেন , যাঁরা কিছুতেই লকডাউনের গুরুত্ব বুঝছেন না৷
এরকমই একটি ঘটনায় পঞ্জাবের গুরুদাসপুর জেলায় এক শিক্ষক এবং পড়ুয়াদের অভিভাবককে হাতেনাতে ধরেছে পুলিশ৷ মজার বিষয় হলো, লকডাউনের মধ্যেও শিক্ষক পড়াচ্ছেন বলে এক শিশুই পুলিশকে ফোন করে দেয়৷ ব্যাস পুলিশও দলবল নিয়ে চলে আসে। ঘটনায় অবাক হয়ে যায় অভিভাবকরাও।
Post a Comment