প্রথমে মিথ্যা, পরে করোনায় মৃতের সংখ্যা সংশোধন করল চিন, উহানে বাড়ল ৫০%
Odd বাংলা ডেস্ক: মৃতের সংখ্যায় গড়মিল। চিনের বিরুদ্ধে প্রথম থেকেই উঠছিল অভিযোগ। এবার সেটা প্রমানিত। করোনার উৎপত্তিস্থল চিনের মৃতের সংখ্যা নিয়ে অনেক আগে থেকেই তৈরি হয়েছে ধোঁয়াশা। এরই মধ্যে শহরটিতে কভিড-১৯ তে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৬৯ বলছে চিনা কতৃপক্ষ। আগের হিসেবের তুলনায় মৃতের সংখ্যার তালিকায় আরো যোগ হয়েছে ১ হাজার ২শ ৯০ জন মানুষ। এতে করোনায় গোটা চিনে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জনে। আগে ছিলো ৩ হাজার ৮৬৯।
উহান সরকার বলছে যারা হাসপাতালে ভর্তি হয়েছিল না তাদের সংখ্যাটা আগে গণনা করা হয়নি। হাসপাতালগুলোর জায়গা সংকুলান না হওয়ায় অনেকে বাড়ি বসেই চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, চিন বরাবরের মতই তথ্য লুকানোর বিষয়ে সচেষ্ট। শহরের নিউক্লিক এসিড টেস্টিং সিস্টেম থেকে এই নতুন তথ্য সংগ্রহ করা হয় যেখানে করোনা পজেটিভ মানুষ টেস্ট করেছেন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এভাবে স্ক্রিনিং এর মাধ্যমে নতুন মৃতের সংখ্যা বের হয়ে আসছে।
এ বিষয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথের অধ্যাপক বলছেন, মহামারী বা বড় ধরনের সংক্রামক রোগে এমন পরিবর্তন হয়ে থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রকোপটি ভালোভাবে বুঝতে কতৃপক্ষের উচিত তথ্যগুলো আরো যাচাই, সংশোধন ও নিশ্চিত করা। অনেকে বলছেন বিশৃঙ্খলার জন্য প্রাথমিক পর্যায়ে সঠিক মৃতের সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়নি। প্রার্দুভাবের শুরুর দিকে এমন ভুল করাটা স্বাভাবিক।
নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের মতো পশ্চিমা গণমাধ্যমগুলি উহানের মৃত্যুর সংখ্যাটিকে চাঞ্চল্যকর করে তুলেছে কিছু দাবিদার চিনা কর্তৃপক্ষ দেশটির আসল মৃত্যু গণনা গোপন করে প্রভাবটিকে কমিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন মৃতের সংখ্যা গোপন করার মত কিছু নেই।
Post a Comment