চরম বিপদে পাকিস্তানের সঙ্গে মস্করা! অন্তর্বাস দিয়ে তৈরি মাস্ক, নিম্নমানের টেস্ট কিট পাঠাল চিন!
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে কাবু, ঠিক তখনই পাকিস্তানকে একপ্রকার বোকা বানাল চিন। সারা দেশে যখন লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত, তেমনই পাকিস্তানেও করোনার প্রভাব পড়েছে। এই অবস্থায় পাকিস্তানকে এন-৯৫ মাস্ক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল চিন।
কিন্তু পাক সংবাদ সংস্থার তরফে প্রকাশিত খবরে বলা হয়েছে, চিন থেকে যেসব এন-৯৫ মাস্কগুলি পাঠানো হয়েছে, সেগুলি অন্তর্বাস থেকে তৈরি! পাকিস্তানে সর্বকালের বন্ধু চিন ক্ষতিকারক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচাতে এন-৯৫ মাস্ক দিয়ে পাকিস্তানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল। চিন পাকিস্তানকে তাদের দেশের সীমানা খোলার অনুরোধ জানিয়েছিল, যাতে মহামারি অধ্যুষিত অঞ্চলে খুব সহজেই মাস্ক সরবরাহ করা যায়।
যেসব মাস্কগুলি দেশে সরবরাহ করা হয়েছিল, তা উন্নতমানের এন-৯৫ মাস্ক বলেই দাবি করা হয়েছিল। পরে পাকিস্তানের অন্যতম নিউজ চ্যানেল থেকে খবর আসে যে সরবরাহ করা মুখোশগুলি ব্রা দিয়ে থেকে তৈরি! পাশাপাশি চিন মাস্ক ছাড়া আরও যেসব মেডিকেল কিট পাঠিয়েছে, তার অধিকাংশেরই গুণগত মান অত্যন্ত খারাপ হওয়ায় তা ফের চিনে ফেরত পাঠায় পাকিস্তান। এর আগে নেপাল এবং স্পেনও একইভাবে চিনের পাঠানো টেস্ট কিট ফেরত পাঠিয়েচিল। তবে এমন বিপদের মুহূর্তেও কীভাবে চিন তাঁর মিত্র রাষ্ট্রের সঙ্গে এমন মস্করা করল এই নিয়েই নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক মহল!
Post a Comment