চিনে থাকা মার্কিন কোম্পানিকে হেনস্থা, সার্জিক্যাল মাস্ক ও কিট দেশে পাঠাতে দিচ্ছে না তারা



Odd বাংলা ডেস্ক: মার্কিন কম্পানিগুলোকে চিকিৎসা সরঞ্জাম যুক্তরাষ্ট্রে পাঠানোর অনুমতি দিচ্ছে না চিন। অনুমতি না দেওয়া চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে সার্জিক্যাল মাস্ক, গাউন এবং করোনাভাইরাস পরীক্ষার কিট। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কম্পানিকে পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে না দেওয়ার কারণ হলো- চিনের এখনো সেগুলো বেশি পরিমাণে দরকার হচ্ছে। তবে চিন সরকার মার্কিন কম্পানিগুলোতে রপ্তানির ব্যাপারে কিছু কড়াকড়ি আরোপ করেছে গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠার জেরে। এর আগে চিনের পাঠানো পিপিই হাসপাতালে ব্যবহারের উপযোগী নয় বলে ইউরোপের দেশগুলো থেকে অভিযোগ করা হয়। তারপর চিন সরকার জানায়- এখন থেকে রপ্তানি করা পণ্যের গুণগত মান নিশ্চিত করেই পাঠানো হবে। এজন্য কয়েক ঘণ্টা, কয়েক দিন কিংবা আরো বাড়তি সময় লাগতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন কিছু কম্পানি ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, কয়েক মিলিয়ন টেস্ট কিট রপ্তানির অনুমতি দিচ্ছে না চিন সরকার। গুণগত মান ঠিক থাকার পরেও সেই অনুমতি মিলছে না। তার মধ্যে মার্কিন কম্পানি পার্কিন ইলমার ১৪ লাখ টেস্ট কিট যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে পারছে না। মার্কিন অন্য কম্পানিগুলো এন-৯৫ মাস্ক এবং গাউন নিয়ে যেতে পারছে না কেবল ছাড়পত্রের অভাবে।
Blogger দ্বারা পরিচালিত.