৪ মে থেকে দেশের একাধিক জেলায় ছাড় দেওয়া হবে লকডাউনে, জানাল কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে দ্বিতীয় দফার লকডাউন ৩ মে শেষ হওয়ার পরেও তৃতীয় দফায় বাড়ানো হবে লকডাউন। তবে ৩ মে-এর পর একাধিক জেলায় লকডাউন শিথিল করা হবে বলেও জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, এই সিদ্ধান্ত যাতে সঠিকভাবে কার্যকর করা যায়, তার জন্য ৩ মে পর্যন্ত কঠোরভাবে লকডাউন পালন করতে হবে। 


সারা দেশজুড়ে করোনা মহামারির মোকাবিলায় গত ২৪ মার্চ লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় লকডাউনের শেষে দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউনের মধ্যেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যাও। 

তবে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রের তরফে টুইট করে জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াই জারি রেখে আগামী ৪ মে থেকে দেশজুড়ে লকডাউনে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে সেক্ষেত্রে আগামী দিনে বিস্তারিত জানানো হবে। 
Blogger দ্বারা পরিচালিত.