সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ছুঁই ছুঁই, মারাত্মক হারে সংক্রমণ ছড়াচ্ছে রাশিয়ায়
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে লাফিয়ে বাড়ছে করোনার দাপট। যার ফলে আক্রান্ত এবং মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। সারা বিশ্বে সোমবার করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ৯৪ হাজার ছাড়িয়ে গেল। পাশাপাশি মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ২,০৬,৯৮৮।
সারা বিশ্বে করোনার উৎপত্তিস্থল যেখানে, চিনের সেই উহান প্রদেশেই একাধিক হাসপাতালে আরও একজনো করোন আক্রান্তের সংখ্যা নেই বলে জানিয়েছেন চিনের এক স্বাস্থ্য আধিকারিক। তবে উদ্বেগ বাড়িয়ে করোনার নতুন ঘাঁটি রাশিয়া। সেখানে প্রায় ৮০ হাজারেরও বেশি মানুষ করোনআ আক্রান্ত, মৃতের সংখ্যা প্রায় ৮০০ ছুঁই ছুঁই।
অন্যদিকে আক্রান্ত এবং মৃতের নিরিখে শীর্ষস্থানে অবস্থান করছে বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিধর দেশ আমেরিকা! সেখানে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮৭,৩২২ এবং মৃতের সংখ্যা ৫৫,৪১৫। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে এবং মৃতের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে স্পেন, অন্যদিকে মৃতের নিরিখে দ্বিতীয় স্থানে এবং আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ইতালি।
Post a Comment