বাংলায় করোনায় মৃত বেড়ে ১৫! আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭৪, সংক্রমণ নেই ৯ জেলায়
Odd বাংলা ডেস্ক: এরাজ্যে ক্রমেই থাবা বিস্তার করছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ২৭৪। পাশাপাশি রাজ্যে নতুন করে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন করোনায়। যার ফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৫! এদিন সাংবাদিক বৈঠকে এই পরিসংখ্যানই দেন রাজ্য মুখ্যসচিব রাজীব সিনহা।
রাজ্যে করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা টেস্টও বাড়ানো হয়েছে। আজ থেকে আরও দুটি ল্যাবরেটারি বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে করোনা টেস্ট হচ্ছে। এখনও পর্যন্ত ৬১৮২ জনের করোনা টেস্ট করা হয়েছে।
তবে এসবের মাঝে পড়ে পাওয়া সুখবর হল যে, রাজ্যে ৯টি জেলায় নতুন করে সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি। মালদহ জেলায় মোট ৭৪ জনের করোনা টেস্ট করা হয়েছিল, যেখানে সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। তবে স্বস্তির খবর থাকলেও এখনই সবকিছু হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব। তিনি আবারও বলেন পুলিশের সঙ্গে সহযোগীতা করতে এবং সকলকে বাড়িতে থাকার অনুরোধ জানান।
Post a Comment