রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড় ২০! আক্রান্ত ৪৬১ জন
Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হল আরও ২ জনের, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ২০। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। যা এই মুহূর্তে দাঁড়িয়ে ৪৬১।
তবে ইতিমধ্যেই করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৫ জন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যে মোট ১০,৮৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২১,২৮৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় একজনও সুস্থ হয়ে বাড়ি ফেরেননি।
এদিন রাজ্যে প্রথম করোনা আক্রান্ত হয়ে কোনও স্বাস্থ্যকর্তার মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি রাজ্যের ৬৬টি করোনা হাসপাতালে চিকিত্সা চলছে। কোয়ারানটিন সেন্টার রয়েছে ৫৮২টি। হাসপাতালের আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন মোট ৩৫৮২ জন।
Post a Comment