সারা বিশ্বে করোনায় মহামারিতে আক্রান্ত ১২ লক্ষেরও বেশি, মৃত প্রায় ৬৪ হাজার!


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে গোটা বিশ্বে করোনায় আক্রানত হয়েছে ১২ লক্ষ ৩ হাজার ৪২৮ জন। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। রবিবার দুপুর পর্যন্ত ৬৪,৭৫৪ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেও পড়ে পাওয়া স্বস্তির খবর এটাই যে, এখনও পর্যন্ত সারা বিশ্বে ২৪৬,৮০৩ জন মানুষ করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে উঠেছেন। 

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে আট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশই নিউ ইয়র্কের। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লক্ষেরও বেশি মানুষ। 

তবে মৃত্যুর নিরিখে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে রয়েছে ইতালি। ইতালিতে মৃত্যু হয়েছে ১৫,৩৬২ জনের, ইতালিতে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৬৩২ জন। এর পরেই রয়েছে স্থান রয়েছে স্পেনের। স্পেনে করোনায় মৃত্যু হয়েছে ১১,৯৪৭ জনের। পাশাপাশি স্পেনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ১৬৮ জনের। 

সূত্র- ওয়ার্ল্ডোমিটার.ইনফো
Blogger দ্বারা পরিচালিত.